
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,
শাল্লা উপজেলা জিয়া সৈনিক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
(সোমবার) ১৪জুলাই বিকাল ৫টার সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মুরছালিন আহমদকে আহ্বায়ক ও রুহুল আমিন তুষারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র আহব্বায়ক উমেশ দাস, যুগ্ম আহব্বায়ক ইউনুস মিয়া,দীপেশ চন্দ্র দাস, কালীপদ বৈষ্ণব, উজ্জ্বল হোসেন, জহিরুল ইসলাম, সদস্য মো. শাহিন আলম, মো. জমরুল মিয়া, জনু রঞ্জন দাস, রঞ্জিত দাস, অমিত কুমার দাস , ধনবাশী দাস, স্বাধীন মিয়া, হাফিজুর রহমান মনির মিয়া, নাঈম হাসান,আবু ছালেক, আল আমিন এবং সাইফ মিয়া।
এসময় নবগঠিত শাল্লা উপজেলা কমিটির নেতৃবৃন্দ জিয়া সৈনিক দল জেলা আহ্বায়ক লুৎফর রহমান ও সদস্য সচিব আব্দুল কুদ্দুছ শিপন’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জিয়া সৈনিকদলের যুগ্ম আহ্বায়ক মু.তরিকুল ইসলাম-সহ অন্যন্যা নেতৃবৃন্দ।