
আটপাড়া উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা।
নেত্রকোনার আটপাড়া উপজেলা বি এন পির সম্মেলনের শোর বেজে উঠেছে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এঁর নির্দেশক্রমে সারা দেশের ন্যায় সম্মেলনকে দলের নেতাকর্মীরাও নতুন কমিটি গঠনে উজ্জীবীত।জেলার খুবই নিকটবর্তী উপজেলা আটপাড়া। আর তাই এই উপজেলাকে ঘিরে একটা বাড়তি দৃষ্টি জেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের। আগামী ১৭ইমে শনিবার মাল্টিপারপাস হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৬বছর আহব্বায়ক কমিটি দিয়ে চলা এই দলটি এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা কমিটির অন্তর্ভূক্ত সকল সদস্য সহ মোট ৪৯৭ জন নেতাকর্মীর ভোট প্রয়োগের মাধ্যমে গনতন্ত্রমূখী এই দলটি দলের নেতা নির্বাচন করবেন। এবার দলের সাধারণ সম্পাদক পদে লড়ছেন তরুণ নির্যাতিত,দীর্ঘদিনের কারাবন্দী,ক্রসফায়ার থেকে ফিরে আসা দলের জন্য কমিটেড যুবনেতা মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল । রাজনীতি অংগনে বিরোধী দলের প্রতি জোক সাজসহীন ভাবে চলা এই নেতা স্কুল কমিটির ছাত্রদলের সভাপতি পদ দিয়ে রাজনীতি অংগনের যাত্রা শুরু করেন । উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে ফ্যাসিষ্ট সরকারের আগমন হলে অন্যান্য নেতাকর্মীদের মত তাকেও এলাকা ছাড়া থাকতে হয় দীর্ঘ ১৭বছর। এরই মাঝে কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক হয়ে তিনি আন্দোলনে ঢাকা মহানগর উত্তর যুবদলের টিম লিডারের দায়িত্ব পালন সহ মহানগরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াত বাবা উপজেলা বি এন পির আহব্বায়ক এর দায়িত্ব পালন করেছেন। আর এই দীর্ঘ ১৭ বছরে তার উপর নেমে এসেছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সীমাহীন নির্যাতন, পরিবারের বাবা, মা, ভাই, চাচা,চাচী সহ ৮জন সদস্যের মূত্যুর পর স্বচোখে না দেখতে পারার কষ্ট। এমনকি জানাজায় শরিক হতে না দেওয়ার বেদনা। তারপরও তিনি একজন দলের নিবেদিত প্রাণ হিসেবে উপজেলার সকল নেতাকর্মীদের বিপদে ঝাঁপিয়ে পড়েন।তাইতো এমন প্রিয় নেতাকে তাঁর প্রাপ্য আসনে অধিষ্ঠিত করতে চান তৃনমুলের নেতাকর্মীরা। সম্মেলনের তারিখ বিষয়ে নিশ্চিত করেছেন উপজেলা কমিটির সদস্য সচিব খসরু আহমেদ। সম্মেলনে বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল বলেন দল করতে একজন কর্মী হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকুই করার চেষ্টা করেছি।তিনি আরো বলেন আমি কখনো লিয়াঁজো ভিত্তিক দল করাকে ঘৃনা করেছি।আমি নির্বাচিত হলে দলের জন্য কমিটেড ব্যক্তিদের নিয়ে দল পূণর্গঠন করব