
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।
গফরগাঁও, ১৯ মে ২০২৫:
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা, বিদ্যমান সমস্যা, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা পর্যায়ের চিকিৎসা সেবাকে আরও মানবিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, সকল স্বাস্থ্যসেবাকর্মীদেরকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয় এবং সেবা গ্রহণকারীদের হয়রানিমুক্ত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার ইউএইচএফপিও ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এমওডিসি ডা. তানিয়া সুলতানা, হেলথ ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর, পরিসংখ্যানবিদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মাঝে।