
নিউজ ডেস্ক , নেত্রপ্রকাশ
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী গোলাপ মিয়া নামের এক ব্যক্তি বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীধরপুর গ্রামের হাজী শামছুল হক বালালী মৌজা ১২২৬ খতিয়ানে ১১নং দাগে ২৪ শতাংশ ১০ নং দাগে ৯ শতাংশ মোট ৩৩ শতক জমি ১৯৯৪ সালে বিদ্যালয়ের নামে দান করেন।
শামছুল হকের ছেলে হাফিজুর রহমান ১৯৯৫ সালে ওই জমিতে শ্রীধরপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। অবশিষ্ট জমিতে গর্ত ছিল। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি বরাদ্দে গর্ত ভরাট করে বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে ।
স্কুলের উত্তর পাশের বাসিন্দা গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে মাঠের একাংশ দখল করে সেখানে ঘর তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গত রবিবার ২৫ মে, গভীর রাতে লোকজন নিয়ে স্কুলের মাঠের উত্তর পাশে জমিতে টিনের ১চালা ঘর নির্মাণ করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে।
শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার তারিক সালাউদ্দিন বলেন, খেলার মাঠ দখলমুক্ত রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, আমার বিদ্যালয়ের এক অংশে গোলাপ দীর্ঘদিন ধরে দখল নেওয়ার পাঁযতারা করছে। তার বিরুদ্ধে থানা একাধিকবার অভিযোগ করেও কোন সূরা হয়নি।
গত ২৫ মে দিবাগত রাত্রে এক চালা একটি টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয় খেলার মাঠে। ঘরটি সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ জমা দিয়েছি।
অভিযুক্ত গোলাপ মিয়া ও তার সাথে বলেন,
উক্ত জায়গাটি আমি ২০০৭ দলিল মূলে ক্রয় করেছি। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় জায়গায় ঘর করিনি আমি আমার ক্রয়কৃত জায়গায় ঘর করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা রুবায়েত জানান, বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, এখনও আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।