ঢাকা , রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
উদ্দীপন রহনপুর শাখার আওতায় কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বিএনপির সভাপতি রুহুল আমিন ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দায়িত্ব পালনের পথে প্রাণ গেল মমিনের — বাঁচার লড়াইয়ে ম্যানেজার শরিফুল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান গুরুদাসপুরে বন্ধ হলো ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য ভোলাহাটে রাস্তার বেহাল অবস্থা ধানের চারা রোপণ করে প্রতিবাদ সেনাবাহিনীর সাহসী অভিযানে গুরুদাসপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছক ভেস্তে গেল ডাকাতির আগেই গ্রেপ্তার ৬ জন, উদ্ধার খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র নাটোরে সড়কে নিথর চার জীবন: একটি সন্ধ্যা বদলে দিল চারটি পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি’র অভিযানে অবৈধ পণ্য আটক

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির মাঝে ঈদ উপহার বিতরণ

হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

ঈদের আগে পরিবারের মুখে হাসি ফোটাতে হাতে পাওয়া কিছু প্যাকেট, তাতে আছে সামান্য চাল, সেমাই আর একটু মিষ্টি। কিন্তু এই উপহারগুলো যেন কিছু ভিন্ন কথা বলে খাগড়াছড়ির আনসার ও ভিডিপি সদস্যদের কাছে।

বুধবার (৪ জুন ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

উপহারের প্যাকেটগুলোতে ছিল—১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।

সাদামাটা এই উপহার প্যাকেটগুলোকে একে একে হাতে তুলে দিতে দেখা গেছে কর্মকর্তাদের। অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘এই উপহার শুধু ঈদ উপলক্ষে নয়, এটি আমাদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

ড. সাইফুর রহমান বলেন, এটা কেবল বস্তুগত উপহার নয়। এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা, ভালোবাসা ও আন্তরিকতা। এই উপহার প্রাপ্তি সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে, বাড়াবে দায়িত্ব পালনের উৎসাহ।

তিনি আরও বলেন, মহাপরিচালকের ভিশন বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় অধিক সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লাটিলা ৫বিএন আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন,
“আমরা সদস্যদের পাশে আছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপহার হাতে পাওয়া এক নারী ভিডিপি দলনেত্রী বলেন, “প্রত্যন্ত পাহাড়ে দায়িত্ব পালন করি। ঈদের সময় সামান্য এই উপহারও আমাদের বড় প্রাপ্তি মনে হয়।”

এই আয়োজনটি ছিল একপ্রকার সম্মাননা। ঈদের আগে এমন ছোট ছোট প্রাপ্তিই হয়তো আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে জাগিয়ে তোলে বড় দায়িত্বের অনুভব, দেশের প্রতি আরো আন্তরিকতা।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় নিরাপত্তা, সমাজ সচেতনতা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় তাদের নিঃশব্দ সেবাকে সম্মান জানাতেই এমন আয়োজন বার্তা দেয় আত্মিক সংযোগের।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

উদ্দীপন রহনপুর শাখার আওতায় কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট টাইমঃ ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

ঈদের আগে পরিবারের মুখে হাসি ফোটাতে হাতে পাওয়া কিছু প্যাকেট, তাতে আছে সামান্য চাল, সেমাই আর একটু মিষ্টি। কিন্তু এই উপহারগুলো যেন কিছু ভিন্ন কথা বলে খাগড়াছড়ির আনসার ও ভিডিপি সদস্যদের কাছে।

বুধবার (৪ জুন ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

উপহারের প্যাকেটগুলোতে ছিল—১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।

সাদামাটা এই উপহার প্যাকেটগুলোকে একে একে হাতে তুলে দিতে দেখা গেছে কর্মকর্তাদের। অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘এই উপহার শুধু ঈদ উপলক্ষে নয়, এটি আমাদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

ড. সাইফুর রহমান বলেন, এটা কেবল বস্তুগত উপহার নয়। এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা, ভালোবাসা ও আন্তরিকতা। এই উপহার প্রাপ্তি সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে, বাড়াবে দায়িত্ব পালনের উৎসাহ।

তিনি আরও বলেন, মহাপরিচালকের ভিশন বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় অধিক সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লাটিলা ৫বিএন আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন,
“আমরা সদস্যদের পাশে আছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপহার হাতে পাওয়া এক নারী ভিডিপি দলনেত্রী বলেন, “প্রত্যন্ত পাহাড়ে দায়িত্ব পালন করি। ঈদের সময় সামান্য এই উপহারও আমাদের বড় প্রাপ্তি মনে হয়।”

এই আয়োজনটি ছিল একপ্রকার সম্মাননা। ঈদের আগে এমন ছোট ছোট প্রাপ্তিই হয়তো আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে জাগিয়ে তোলে বড় দায়িত্বের অনুভব, দেশের প্রতি আরো আন্তরিকতা।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় নিরাপত্তা, সমাজ সচেতনতা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাহাড়ি অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় তাদের নিঃশব্দ সেবাকে সম্মান জানাতেই এমন আয়োজন বার্তা দেয় আত্মিক সংযোগের।