
মদন প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন পৌর সদরে ১২ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রাতেই শিশুটির পিতা রুহিদাস বর্মন বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত দীনবন্ধুর বিরুদ্ধে।
রোজ রবিবার (৮ জুন ) পৌর সদরের ৭ নং ওয়ার্ডের প্রশিকা অফিসের পরিত্যক্ত একটি রোমে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে।
অভিযুক্তের নাম শ্রী দ্বীন বন্ধু বিশ্ব শর্মা (৫০) পৌর সদরের বৈশ্য পাড়া গ্রামের মৃত শরৎচন্দ্র বিশ্ব শর্মার ছেলে। অভিযুক্ত দ্বীনা বন্ধু পেশা একজন কাঠমিস্ত্রি। অভিযুক্ত দ্বীনা বন্ধু প্রতিবেশী হিসেবে মেয়েটির সম্পর্কে কাকা হয়।অভিযুক্ত দ্বীনা বন্ধু বেলা দুইটার দিকে ভিকটিম শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত প্রশিকা অফিসের একটি রোমে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটি পরিবার এও জানায় ,একজন কৃষক গরুর জন্য ঘাস কাটতে যান পরিত্যক্ত প্রশিকা অফিসে ভিতরে পরে শিশু মেয়েটির চিৎকার শুনে ভিতরে গিয়ে দেখেন অভিযুক্ত দ্বীনা বন্ধু শিশুটিকে মুখে গামছা বেঁধে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।পরে কৃষকের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত দ্বীনা বন্ধুর হাত থেকে শিশুটিকে উদ্ধার করেন । পরে বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কাঠমিস্ত্রি দ্বীনা বন্ধু পালিয়ে যায়। এ ঘটনা রোজ সোমবার সকালে শিশুটিকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মদন থানার (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা হয়েছে। শিশু মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।