
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বুলবুলি বেগম (৩০) নামের এক গৃহবধূ। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার আগ্রান (নেংটাদহ) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বুলবুলি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী জানায়, শরিফুল দীর্ঘদিন ধরেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রথম স্ত্রীকে ঘরে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেন। পাশাপাশি মাদকাসক্তি, পরকীয়া, চুরি ও সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির মতো নানা অপরাধে জড়িয়ে পড়েন শরিফুল। এ নিয়ে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছিল।
সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শরিফুল স্ত্রীকে মারধর করে এবং বলে, “তুই বিষ খেয়ে মরিস না কেন? তুই মরলে তো আমি আরেকটা বিয়ে করতে পারি।” এমন অপমানজনক কথায় মুষড়ে পড়েন বুলবুলি। এরপরই তিনি ঘরে থাকা ভারতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুলবুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শরিফুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।”
এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।