ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ  নেএকোনা জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক। মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) পথযাত্রা ও পথসভায় অনুষ্ঠিত  নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি সদস্য নিহত  শাল্লায় মৎস্য অফিসে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ  সিংড়ায় সেনাবাহিনীর অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস কলমাকান্দায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক সৌদি আরব প্রবাসীদের জন্য নতুন দক্ষতা-ভিত্তিক কর্মপরিকল্পনা চালু করেছে।

স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বুলবুলি বেগম (৩০) নামের এক গৃহবধূ। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার আগ্রান (নেংটাদহ) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত বুলবুলি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী জানায়, শরিফুল দীর্ঘদিন ধরেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রথম স্ত্রীকে ঘরে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেন। পাশাপাশি মাদকাসক্তি, পরকীয়া, চুরি ও সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির মতো নানা অপরাধে জড়িয়ে পড়েন শরিফুল। এ নিয়ে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছিল।

 

সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শরিফুল স্ত্রীকে মারধর করে এবং বলে, “তুই বিষ খেয়ে মরিস না কেন? তুই মরলে তো আমি আরেকটা বিয়ে করতে পারি।” এমন অপমানজনক কথায় মুষড়ে পড়েন বুলবুলি। এরপরই তিনি ঘরে থাকা ভারতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।

 

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুলবুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শরিফুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।”

 

এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা

স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা

আপডেট টাইমঃ ৪ ঘন্টা আগে

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বুলবুলি বেগম (৩০) নামের এক গৃহবধূ। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার আগ্রান (নেংটাদহ) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত বুলবুলি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী জানায়, শরিফুল দীর্ঘদিন ধরেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রথম স্ত্রীকে ঘরে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেন। পাশাপাশি মাদকাসক্তি, পরকীয়া, চুরি ও সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির মতো নানা অপরাধে জড়িয়ে পড়েন শরিফুল। এ নিয়ে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছিল।

 

সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শরিফুল স্ত্রীকে মারধর করে এবং বলে, “তুই বিষ খেয়ে মরিস না কেন? তুই মরলে তো আমি আরেকটা বিয়ে করতে পারি।” এমন অপমানজনক কথায় মুষড়ে পড়েন বুলবুলি। এরপরই তিনি ঘরে থাকা ভারতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।

 

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুলবুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শরিফুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।”

 

এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।