ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি মন্ত্রী বিশ্বব্যাপী সংস্কারের আহ্বান জানিয়েছেন, ভিশন ২০৩০ কে জি-২০ এর দ্রুততম উন্নয়ন চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছেন। নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে নিহতদের স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল  বারহাট্টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদসহ ১জন আটক  তোমার ছেলে পুড়ছে গো মা” শাল্লায় চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২০ জনের বেশি সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য আনা সিগন্যাল ওয়াকিটকি সহ একজন আটক। আটপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত 

তোমার ছেলে পুড়ছে গো মা”

তৌফিকুর রহমান তাহের দিরাই শাল্লা প্রতিনিধিঃ

 

“তোমার ছেলে পুড়ছে গো মা

 

মাগো, রোজ সকালে,বাবার সাথে

স্কুলে যাওয়ার আগে

আজও তুমি বলেছিলে শোন,

বাবুকে নিয়ে সাবধানেতে যেয়ো,

গেটে ছেড়োনা, ওকে যেনো ক্লাসে পৌঁছে দিও।

 

এই কপালে চুমু খেয়ে বলে গেলো বাবা

ছুটির পরে স্কুলেই থেকো, বাইরে যাবেনা।

নইলে তোমায় আম্মু এসে খুঁজেই পাবেনা।

লক্ষী ছেলে হয়ে আমি ক্লাসেই ছিলামতো

কিসের থেকে কী যে হল কিছুই বুঝিনিতো।

 

ছুটির আগেই বিকট শব্দে ঘণ্টা বেজে উঠে

শরীর জুড়ে আগুন জ্বলে তৃষ্ণায় বুক ফাটে।

তোমার ছেলে পুড়ছে মাগো তুমি দেখলেনা,

আর একটাবার কোলে তুলে আমায় নিলেনা।

কী এমন দোষযে হোতোএকটু আগে এলে?

শেষবারের মত খোকার মুখতো দেখতে পেতে।

 

ডেকেডেকে মাগো তোমায় পুড়ে হলাম ছাই

ভালোই হল এখন থেকে পড়াশোনা নাই।

সকালবেলা আর তাড়া নাই

আমায় রেডি করার

ব্যাগ গুছানো,ড্রেস পরানো টিফিন তৈরি করার।

আমার ছুটি,তোমার ছুটি,ছুটি হল বাবার

ওপার গিয়ে চিনে নিও মুখটা তোমার খোকার।

 

সাইফুন

২২/৭/২০২৫ ইংরেজি

সাইফুন্নাহার শিউলী

-মাইলস্টোন ট্রেজিডি

জনপ্রিয় সংবাদ

সৌদি মন্ত্রী বিশ্বব্যাপী সংস্কারের আহ্বান জানিয়েছেন, ভিশন ২০৩০ কে জি-২০ এর দ্রুততম উন্নয়ন চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছেন।

তোমার ছেলে পুড়ছে গো মা”

আপডেট টাইমঃ ১২ ঘন্টা আগে

তৌফিকুর রহমান তাহের দিরাই শাল্লা প্রতিনিধিঃ

 

“তোমার ছেলে পুড়ছে গো মা

 

মাগো, রোজ সকালে,বাবার সাথে

স্কুলে যাওয়ার আগে

আজও তুমি বলেছিলে শোন,

বাবুকে নিয়ে সাবধানেতে যেয়ো,

গেটে ছেড়োনা, ওকে যেনো ক্লাসে পৌঁছে দিও।

 

এই কপালে চুমু খেয়ে বলে গেলো বাবা

ছুটির পরে স্কুলেই থেকো, বাইরে যাবেনা।

নইলে তোমায় আম্মু এসে খুঁজেই পাবেনা।

লক্ষী ছেলে হয়ে আমি ক্লাসেই ছিলামতো

কিসের থেকে কী যে হল কিছুই বুঝিনিতো।

 

ছুটির আগেই বিকট শব্দে ঘণ্টা বেজে উঠে

শরীর জুড়ে আগুন জ্বলে তৃষ্ণায় বুক ফাটে।

তোমার ছেলে পুড়ছে মাগো তুমি দেখলেনা,

আর একটাবার কোলে তুলে আমায় নিলেনা।

কী এমন দোষযে হোতোএকটু আগে এলে?

শেষবারের মত খোকার মুখতো দেখতে পেতে।

 

ডেকেডেকে মাগো তোমায় পুড়ে হলাম ছাই

ভালোই হল এখন থেকে পড়াশোনা নাই।

সকালবেলা আর তাড়া নাই

আমায় রেডি করার

ব্যাগ গুছানো,ড্রেস পরানো টিফিন তৈরি করার।

আমার ছুটি,তোমার ছুটি,ছুটি হল বাবার

ওপার গিয়ে চিনে নিও মুখটা তোমার খোকার।

 

সাইফুন

২২/৭/২০২৫ ইংরেজি

সাইফুন্নাহার শিউলী

-মাইলস্টোন ট্রেজিডি