
ইকবাল ভূইয়া
বিশেষ প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়ায় ২১শে জুলাই সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২/২৩ইং শিক্ষা বর্ষের এস এস সি ও এইচ এস সি বিজ্ঞান,মানবিক শাখায় উপজেলা পর্যায়ে প্রথম হওয়া ২৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার স্বপ্না রানী সরকার এঁর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা।
উপজেলা মাল্টিপারপাস হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকবৃন্দ,কৃতি শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।