
মানিক দাস
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর মধুখালী পৌর বিএনপির উদ্যোগে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়।
মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ এর সভাপতিত্বে মধুখালী রেলগেট থেকে বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ফকির, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম ফকির, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মহিম, মধুখালী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক এস এম মুক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম খান, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিটু ।