
ইকবাল ভূইয়া,
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিস এর নেত্রকোনা-৩ আসন (আটপাড়া-কেন্দুয়া) এর মাওলানা আজিজুর রহমানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করেছে গত ১৭/০৮/২০২৫ ইং। সংসদ নির্বাচন কে সামনে রেখে আটপাড়া ও কেন্দুয়া বাসী এক হয়ে কাজের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নিতে হবে, সেহেতু আটপাড়ার মনোনীত সংসদ সদস্য প্রার্থী দায়িত্বশীলদের নিয়ে ২০ আগস্ট বুধবার কেন্দুয়া উপজেলার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মডেল মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা ও সবশেষে সংসদ সদস্য প্রার্থীর গুরুত্বপূর্ণ নসিহাতের মাধ্যমে বৈঠক শেষ হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন: মাওলানা আজিজুর রহমান (আটপাড়া) সংসদ সদস্য মনোনীত প্রার্থী, মাওলানা শরিফুজ্জামান জিহাদী (কেন্দুয়া), মাওলানা শফীকুর রহমান (কেন্দুয়া), মুফতী শফীকুর রহমান (কেন্দুয়া), মাওলানা বুরহান উদ্দীন (আটপাড়া), মাওলানা সুহাইল (আটপাড়া), হাফেজ রফীকুল ইসলাম সোহেল (আটপাড়া), মাওলানা জাহিদুল ইছলাম ছালেহ (আটপাড়া) সহ অন্যান্য নেতৃবৃন্দ।