
গুরদাসপুর নাটোর প্রতিনিধি
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড-এর উদ্যোগে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়েছে “মব জাস্টিস প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও নব গঠিত উপজেলা কমিটির পরিচিতি অনুষ্ঠান।
সোমবার ৪ জুলাই দুপুর ১২টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাহমিদা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুর,নাটোর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুস শহীদ, সভাপতি, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, নাটোর জেলা কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডাঃ এ এস এম আলমাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মো:শফিকুল ইসলাম,সমাজ সেবা অফিসার, জনাব আলহাজ্ব মো: তফিজুল ইসলাম,সহ সভাপতি কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড নাটোর জেলা শাখা, জনাব ওসমান গনি সোহাগ, সাধারণ সম্পাদক, জেলা কমিটি,
জনাব মোঃ রাসেল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কমিটি,অধ্যক্ষ (অব.) মোঃ রসুল উদ্দিন মৃধা, খুবজীপুর ডিগ্রি কলেজ এবং মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ মোশারফ হোসেন, সভাপতি, নব গঠিত কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, গুরুদাসপুর উপজেলা কমিটি।
প্রধান অতিথি জনাব ফাহমিদা আফরোজ তাঁর বক্তব্যে গুরুদাসপুর উপজেলায় সুইসাইডাল প্রবণতা ও ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা প্রতিরোধে মানবাধিকার কর্মীদের কাজ করার আহ্বান জানান। গন সচেতনতা বৃদ্ধি করা ছাড়া কোন বিকল্প নেই বলেও তিনি অবগত করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বিচারবহির্ভূত শাস্তি বা মব জাস্টিস একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এ থেকে উত্তরণের জন্য জনসচেতনতা বাড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা একান্ত জরুরি। এছাড়াও নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সমন্বয় ও আয়োজন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, নব গঠিত গুরুদাসপুর উপজেলা কমিটি।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ এমন মানবাধিকার ভিত্তিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।