ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত শোক সংবাদ মদনে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার। কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীম এর উদ্ধারের দাবিতে ডঃ রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বেবিক্ষোভ মিছিল আটপাড়ার নাজিরগঞ্জ বাজারে  ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির  কর্মীসভা অনুষ্ঠিত  

নেত্রকোনার মদনে খাদ্য বান্ধব কর্মসূচি সরকারি ৪২ বস্তা চাউল জব্দ।

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মদনে রোজ বুধবার( ২৭ মার্চ) সন্ধ্যার দি‌কে উপ‌জেলার নায়েকপুর ইউ‌নিয়‌নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে হতদরিদ্র সরকারের দেওয়া ওএমএ‌স এর ৪২ বস্তা চাল জব্দ ক‌রেছেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

মাখনা গ্রা‌মবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে দুলদুল মুন্সী সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য মাখনা নিজ বাড়িতে মজুত ক‌রে রাখ‌তো এ খাদ্য বান্ধব কর্মসূচির চাল।

প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌ ও ব্যবসায়ীর কা‌ছে বি‌ক্রি করতো এই চাউল।

এদিকে বুধবার সন্ধ্যার দি‌কে অভিযান চালায় উপ‌জেলা প্রশাসন পরে নায়েকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার বুলবুল মিয়ার আপন ছোট ভাই দুলদুল মিয়ার বাড়ি থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

উপ‌জেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন ব‌লেন, বিষয়টা দুঃখজনক কোনভাবেই ক্ষম্য নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের মাল হতদরিদ্রদের মাঝে দেওয়ার।
এই চাউল যেই চুরি করে বিক্রি করেছে
তার উপযুক্ত শাস্তি দাবি করি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ৪২ বস্তা চাউল মদন খাদ্য গুদামে পাঠানো হয়েছে ।
উক্ত চাউলে খাদ্যবান্ধব কর্মসূচির কোন ডিলারের কাছ থেকে এই চাল বিক্রি হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার মদনে খাদ্য বান্ধব কর্মসূচি সরকারি ৪২ বস্তা চাউল জব্দ।

আপডেট টাইমঃ ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মদনে রোজ বুধবার( ২৭ মার্চ) সন্ধ্যার দি‌কে উপ‌জেলার নায়েকপুর ইউ‌নিয়‌নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে হতদরিদ্র সরকারের দেওয়া ওএমএ‌স এর ৪২ বস্তা চাল জব্দ ক‌রেছেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

মাখনা গ্রা‌মবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে দুলদুল মুন্সী সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য মাখনা নিজ বাড়িতে মজুত ক‌রে রাখ‌তো এ খাদ্য বান্ধব কর্মসূচির চাল।

প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌ ও ব্যবসায়ীর কা‌ছে বি‌ক্রি করতো এই চাউল।

এদিকে বুধবার সন্ধ্যার দি‌কে অভিযান চালায় উপ‌জেলা প্রশাসন পরে নায়েকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার বুলবুল মিয়ার আপন ছোট ভাই দুলদুল মিয়ার বাড়ি থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

উপ‌জেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন ব‌লেন, বিষয়টা দুঃখজনক কোনভাবেই ক্ষম্য নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের মাল হতদরিদ্রদের মাঝে দেওয়ার।
এই চাউল যেই চুরি করে বিক্রি করেছে
তার উপযুক্ত শাস্তি দাবি করি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ৪২ বস্তা চাউল মদন খাদ্য গুদামে পাঠানো হয়েছে ।
উক্ত চাউলে খাদ্যবান্ধব কর্মসূচির কোন ডিলারের কাছ থেকে এই চাল বিক্রি হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।