ঢাকা , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা- ৪ আসন। মদন, মোহনগঞ্জ ,ও খালিয়াজুরীর মনোনীত প্রার্থী হলেন মুফতি আনোয়ার হোসেন।  টেকনাফে নির্মিত হচ্ছে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা গফরগাঁও জেএম কামিল মাদ্রাসায় উপস্থিত না থেকেও বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আতাউর রহমানের নামে।  কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ অনুষ্ঠান করেছে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী। সেন্টমাটিন দ্বীপের সীমান্ত নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে ১২ জন জেলে গেপ্তার করে নিয়ে যায় মায়ানমার আরকান আর্মি জরুরি সভা: দৈনিক নেত্রপ্রকাশ-এর ভবিষ্যৎ নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর

লেমুর শূন্য পার্ক গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি আফ্রিকান লেমুর চুরি।

নেত্রপ্রকাশ ডেস্ক 

 

 

গাজীপুর সাফারী পার্ক থেকে ৩টি আফ্রিকান জাতের লেমুর চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ দিবাগত রাতে এ চুরির ঘটনায় ২৪ মার্চ শ্রীপুর থানায় পার্ক কর্তৃপক্ষ অভিযোগ দাযের করেছেন।তবে পনেরদিন অতিবাহিক হবার পরও সন্ধান মেলেনি চুরি হওয়া লেমুর পরিবারের তিন সদস্যের।

 

সাম্প্রতিক সময়ে সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর (দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক) চুরি হয়ে যায়। লেমুর তিনটি উদ্ধারে জন্য পার্কের ওয়ার্লেট সুপারভাইজার আনিছুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।লেমুর পরিবারের সদস্যদের উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছেন।

তিনি জানান, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো দুটি বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি লেমুর পার্কে ছিল। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির হওয়ার পর পার্কের লেমুর বেষ্টনী এখন শূন্য।

বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই।

পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই পার্কের সীমানা প্রাচীর টপকে নিরুদ্দেশ হয়ে যায়। যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবদীন মন্ডল জানান, তিনটি লেমুর চুরির ঘটনায় পার্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে লেমুর গুলো উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার

লেমুর শূন্য পার্ক গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি আফ্রিকান লেমুর চুরি।

আপডেট টাইমঃ ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

নেত্রপ্রকাশ ডেস্ক 

 

 

গাজীপুর সাফারী পার্ক থেকে ৩টি আফ্রিকান জাতের লেমুর চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ দিবাগত রাতে এ চুরির ঘটনায় ২৪ মার্চ শ্রীপুর থানায় পার্ক কর্তৃপক্ষ অভিযোগ দাযের করেছেন।তবে পনেরদিন অতিবাহিক হবার পরও সন্ধান মেলেনি চুরি হওয়া লেমুর পরিবারের তিন সদস্যের।

 

সাম্প্রতিক সময়ে সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর (দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক) চুরি হয়ে যায়। লেমুর তিনটি উদ্ধারে জন্য পার্কের ওয়ার্লেট সুপারভাইজার আনিছুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।লেমুর পরিবারের সদস্যদের উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছেন।

তিনি জানান, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো দুটি বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি লেমুর পার্কে ছিল। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির হওয়ার পর পার্কের লেমুর বেষ্টনী এখন শূন্য।

বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই।

পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই পার্কের সীমানা প্রাচীর টপকে নিরুদ্দেশ হয়ে যায়। যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবদীন মন্ডল জানান, তিনটি লেমুর চুরির ঘটনায় পার্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে লেমুর গুলো উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি