ঢাকা , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা- ৪ আসন। মদন, মোহনগঞ্জ ,ও খালিয়াজুরীর মনোনীত প্রার্থী হলেন মুফতি আনোয়ার হোসেন।  টেকনাফে নির্মিত হচ্ছে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা গফরগাঁও জেএম কামিল মাদ্রাসায় উপস্থিত না থেকেও বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আতাউর রহমানের নামে।  কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ অনুষ্ঠান করেছে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী। সেন্টমাটিন দ্বীপের সীমান্ত নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে ১২ জন জেলে গেপ্তার করে নিয়ে যায় মায়ানমার আরকান আর্মি জরুরি সভা: দৈনিক নেত্রপ্রকাশ-এর ভবিষ্যৎ নির্ধারণ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর

দিনব্যাপী কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৬১ বার

আটপাড়া উপজেলা প্রতিনিধি 

 

২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এক দিনব্যাপী কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

 

সেমিনারে মূলত কৃষিক্ষেত্রে পুষ্টি নিরাপত্তা, টেকসই উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ, বাজার ব্যবস্থাপনা ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

 

কৃষি বিশেষজ্ঞগণ বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে তাদের উৎসাহিত করেন। কৃষাণীদের বিশেষভাবে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও পরিবারভিত্তিক উদ্যোক্তা গঠনের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষির অভিযোজন কৌশল ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়েও কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

 

সেমিনার শেষে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সমাধান পান। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সেমিনার তাদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি কৃষিকে একটি লাভজনক ও টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এত উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার

দিনব্যাপী কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত।

আপডেট টাইমঃ ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আটপাড়া উপজেলা প্রতিনিধি 

 

২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এক দিনব্যাপী কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

 

সেমিনারে মূলত কৃষিক্ষেত্রে পুষ্টি নিরাপত্তা, টেকসই উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ, বাজার ব্যবস্থাপনা ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

 

কৃষি বিশেষজ্ঞগণ বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে তাদের উৎসাহিত করেন। কৃষাণীদের বিশেষভাবে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও পরিবারভিত্তিক উদ্যোক্তা গঠনের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষির অভিযোজন কৌশল ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়েও কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

 

সেমিনার শেষে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সমাধান পান। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সেমিনার তাদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি কৃষিকে একটি লাভজনক ও টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এত উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ।