ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা সৌদি আরব এক সপ্তাহে ৮,০৫১ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে। বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী **সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার নাচোলে কথা দিয়ে কেউ কথা রাখেনি রাস্তা মেরামতে নেমেছে এলাকাবাসী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার রাজনীতিতে এক সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম আহসান হাবীব (ঠান্ডু)। পানছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা উৎসব শেষ হলো সোহম দাস হাওর পাড়ের শিশুদের অনুপ্রের কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৩ জনকে জরিমানা বাগেরহাট জেলার মোরেলগন্জ থানার এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খুলনা নগরীর অভিজাত হোটেলে।

ভারতীয় অবৈধ মালামাল সহ পানছড়িতে আটক ৫

ফাহিম উদ্দিন (পানছড়ি প্রতিনিধি):-

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলার পানছড়িতে ভারতীয় অবৈধ মালামাল সহ পানছড়ি থানার পুলিশ ৫ জনকে আটক করেছে।

 

২ জুলাই ২০২৫, বুধবার দুপুর তিনটার দিকে নিয়মিত টহলে কলোনীপাড়া এলাকায় যাত্রীবাহি পিকআপে তল্লাশি চালিয়ে এএসআই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স গন বিপুল পরিমানে অবৈধ চোরাচালানের ভারতীয় কসমেটিক, প্রসাধনী তৈল, চাপাতা ,গুড়োদুধ , ভিম ওয়াশিং সাবান ,সান সিল্ক শেম্পু , ক্লিনিক প্লাস, ছাতা, বিভিন্ন ধরনের সাইড ব্যাগ, লাক্স ,জিও , ভাইবাল , নির্মা সাবান আটক করে।

 

 

থানা সুত্র জানায় ,আটককৃতরা খাগড়াছড়ি জেলা সদরের শুনিতি ময় চাকমা (৪৫) ,রুকি তালুকদার (৪২)ও একই জেলার মহালছড়ি উপজেলার রিংকু চাকমা(৪০),সুজদা চাকমা (৩৫),রুপনা চাকমা(৪৪)।

 

সুত্র জানায়, সীমান্ত সংলগ্ন রত্নগীরি অরন্য কুটিরের ঢালাই কাজে স্বেচ্ছাশ্রমে অনেকেই শ্রম দেন। তারই সুবাদে বুধবার সেখানে বিভিন্ন উপজেলা থেকে আগত লোকজন ভীড় জমায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চোরাচালানের মালামাল নিয়ে যায়।

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ চোরাচালান , মাদক ও অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। চোরাচালানের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের মামলার সাথে উচ্চ আদালতে খাগড়াছড়ি পাঠানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা

ভারতীয় অবৈধ মালামাল সহ পানছড়িতে আটক ৫

আপডেট টাইমঃ ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ফাহিম উদ্দিন (পানছড়ি প্রতিনিধি):-

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলার পানছড়িতে ভারতীয় অবৈধ মালামাল সহ পানছড়ি থানার পুলিশ ৫ জনকে আটক করেছে।

 

২ জুলাই ২০২৫, বুধবার দুপুর তিনটার দিকে নিয়মিত টহলে কলোনীপাড়া এলাকায় যাত্রীবাহি পিকআপে তল্লাশি চালিয়ে এএসআই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স গন বিপুল পরিমানে অবৈধ চোরাচালানের ভারতীয় কসমেটিক, প্রসাধনী তৈল, চাপাতা ,গুড়োদুধ , ভিম ওয়াশিং সাবান ,সান সিল্ক শেম্পু , ক্লিনিক প্লাস, ছাতা, বিভিন্ন ধরনের সাইড ব্যাগ, লাক্স ,জিও , ভাইবাল , নির্মা সাবান আটক করে।

 

 

থানা সুত্র জানায় ,আটককৃতরা খাগড়াছড়ি জেলা সদরের শুনিতি ময় চাকমা (৪৫) ,রুকি তালুকদার (৪২)ও একই জেলার মহালছড়ি উপজেলার রিংকু চাকমা(৪০),সুজদা চাকমা (৩৫),রুপনা চাকমা(৪৪)।

 

সুত্র জানায়, সীমান্ত সংলগ্ন রত্নগীরি অরন্য কুটিরের ঢালাই কাজে স্বেচ্ছাশ্রমে অনেকেই শ্রম দেন। তারই সুবাদে বুধবার সেখানে বিভিন্ন উপজেলা থেকে আগত লোকজন ভীড় জমায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চোরাচালানের মালামাল নিয়ে যায়।

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ চোরাচালান , মাদক ও অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। চোরাচালানের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের মামলার সাথে উচ্চ আদালতে খাগড়াছড়ি পাঠানো হবে।