ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা সৌদি আরব এক সপ্তাহে ৮,০৫১ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে। বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী **সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার নাচোলে কথা দিয়ে কেউ কথা রাখেনি রাস্তা মেরামতে নেমেছে এলাকাবাসী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার রাজনীতিতে এক সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম আহসান হাবীব (ঠান্ডু)। পানছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা উৎসব শেষ হলো সোহম দাস হাওর পাড়ের শিশুদের অনুপ্রের কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৩ জনকে জরিমানা বাগেরহাট জেলার মোরেলগন্জ থানার এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার খুলনা নগরীর অভিজাত হোটেলে।

বিএনপিকে কোণঠাসা করতে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, বলাইশিমূল ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ড. রফিকুল ইসলাম হিলালী”

কেন্দুয়া,নেত্রকোনা

 

 

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘বিএনপিকে কোণঠাসা করতে সরকারপন্থী মহল নানা দিক থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি রাজপথের আন্দোলনেই জবাব দেবে।’

 

বুধবার (২ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ, অসুস্থ শরীরেও আপোষহীন। আর তারেক রহমান নির্বাসনে থেকেও শত ষড়যন্ত্রের মধ্যেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে ক্ষমতা আর বিলাসিতা বেছে নিতে পারতেন। কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগের পথ। আমাদেরও প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ে। এবার আন্দোলন হবে ভিন্নমাত্রার।’

 

এ কর্মীসভায় সভাপতিত্ব করেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 

সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সালাহ উদ্দিন খান মিল্কী, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপাতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান মোসলেম, মোয়াজ্জেম হোসেন খান ও জসিম উদ্দিন খোকনসহ আরো অনেকে।

 

কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা

বিএনপিকে কোণঠাসা করতে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, বলাইশিমূল ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ড. রফিকুল ইসলাম হিলালী”

আপডেট টাইমঃ ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

কেন্দুয়া,নেত্রকোনা

 

 

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘বিএনপিকে কোণঠাসা করতে সরকারপন্থী মহল নানা দিক থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি রাজপথের আন্দোলনেই জবাব দেবে।’

 

বুধবার (২ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ, অসুস্থ শরীরেও আপোষহীন। আর তারেক রহমান নির্বাসনে থেকেও শত ষড়যন্ত্রের মধ্যেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে ক্ষমতা আর বিলাসিতা বেছে নিতে পারতেন। কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগের পথ। আমাদেরও প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ে। এবার আন্দোলন হবে ভিন্নমাত্রার।’

 

এ কর্মীসভায় সভাপতিত্ব করেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 

সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সালাহ উদ্দিন খান মিল্কী, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপাতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান মোসলেম, মোয়াজ্জেম হোসেন খান ও জসিম উদ্দিন খোকনসহ আরো অনেকে।

 

কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।