ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা  লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা সৌদি আরব এক সপ্তাহে ৮,০৫১ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে। বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী **সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার নাচোলে কথা দিয়ে কেউ কথা রাখেনি রাস্তা মেরামতে নেমেছে এলাকাবাসী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার রাজনীতিতে এক সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম আহসান হাবীব (ঠান্ডু)। পানছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উল্টো রথযাত্রা উৎসব শেষ হলো সোহম দাস হাওর পাড়ের শিশুদের অনুপ্রের

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা 

 

ইউসুফ হোসেন জেলা প্রতিনিধি, নাটোর

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।

 

আজ সোমবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণেরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের (এনসিপি) ওপর আস্থা রাখুন। গণ-অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’

 

নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।’

 

নাটোরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

 

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।

 

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা ছাত্রলীগের সঙ্গে আপস করি নাই, ক্ষমতার সঙ্গে আপস করি নাই। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’

 

এ সময় সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী তাজনূভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে বেলা সোয়া ১টায় এনসিপি নেতাদের গাড়িবহর রাজশাহী থেকে নাটোরের প্রবেশমুখ তোকিয়া বাজারে এসে পৌঁছায়। এ সময় সংগঠনের জেলা নেতারা তাদের স্বাগত জানান।

 

পরে ছয়টি গাড়িতে নেতারা নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা খোলা ট্রাকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য দেন। শেষে তাঁদের গাড়িবহর বেলা ৩টায় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা 

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা 

আপডেট টাইমঃ ১০ ঘন্টা আগে

 

ইউসুফ হোসেন জেলা প্রতিনিধি, নাটোর

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।

 

আজ সোমবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণেরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের (এনসিপি) ওপর আস্থা রাখুন। গণ-অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’

 

নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।’

 

নাটোরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

 

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।

 

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা ছাত্রলীগের সঙ্গে আপস করি নাই, ক্ষমতার সঙ্গে আপস করি নাই। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’

 

এ সময় সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী তাজনূভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে বেলা সোয়া ১টায় এনসিপি নেতাদের গাড়িবহর রাজশাহী থেকে নাটোরের প্রবেশমুখ তোকিয়া বাজারে এসে পৌঁছায়। এ সময় সংগঠনের জেলা নেতারা তাদের স্বাগত জানান।

 

পরে ছয়টি গাড়িতে নেতারা নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা খোলা ট্রাকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য দেন। শেষে তাঁদের গাড়িবহর বেলা ৩টায় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়।