
আদিলুর রহমান (আদিল)
গফরগাঁও ময়মনসিংহ
তামিম ময়মনসিংহের ছেলে(ব্লাড কেন্সারের সম্ভাবনা রয়েছে) ছোটবেলা থেকেই মেধাবী। বাবা নেই, মা আর এক বড় চাচার ভরসায় বড় হয়েছে। টিউশনি করে পড়াশোনা চালিয়ে PSC থেকে HSC পর্যন্ত সব পরীক্ষায় GPA-5 পেয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ভর্তি হতে পারেনি – কারণ সে গত ২১ দিন ধরে গুরুতর অসুস্থ।
বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের ৪ তলার ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। সে কিছুই খেতে পারছে না, কেবল স্যালাইনে চলছে। ডাক্তার জানিয়েছেন, ব্লাড ক্যান্সারের সম্ভাবনা রয়েছে – রিপোর্ট এখনো আসেনি। দাতের ব্যথা থেকে শুরু হওয়া সমস্যা আজ এত ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।
তামিমের পরিবারের পক্ষে উন্নত চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছে – “ভাই, আমার সিটটা থাকবে তো?” আমরা কথা দিয়েছি, ইনশাআল্লাহ থাকবে।
এই মেধাবী অসহায় ছেলেটির পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করছি। ৫/১০/৫০ যা পারেন সহযোগিতা করুন এবং পোস্টটি শেয়ার করুন।
(দান না করতে পারলে শেয়ার করুন)
সহায়তা পাঠানোর বিকাশ/নগদ/রকেট নাম্বারঃ
📱 বিকাশ: 01796118852 (পার্সোনাল)
📱 রকেট: 01962094055 (পার্সোনাল)
📱 নগদ: 01797289486 (পার্সোনাল)
বিকাশ পার্সোনাল সাংবাদিক :01718468231