
গৌরীপুর প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হোসনে আরা (৩৮) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ ফজলুল হক (৪৭)‘ কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ , তার বাড়ী হত্যা কান্ড সংঘঠিত হওয়ার পাশেই কবিরাজবাড়ী।
১। ভিকটিম হোসনে আরা (৩৮) বিবাহের এক বছরের মধ্যেই মানসিক সমস্যা হওয়ায় তালাকপ্রাপ্ত হয়ে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে বসবাস করতেছিল। মানসিক সমস্যার কারণে প্রায়ই বাড়ীর কাউকে কিছু না বলে বিভিন্ন জায়গায় যেত আবার পুনরায় বাড়ীতে চলে আসতো। ঘটনার দিন গত ০২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০০:৩০ ঘটিকায় ভিকটিম হোসনে আরা (৩৮) রাতের খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েন। পরের দিন গত ০৩ জুলাই ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ৬নং বোকাইনগড় ইউনিয়নের কবিরাজ বাড়ী গ্রামের কচু খেতে ভিকটিম হোসনে আরা (৩৮) এর গলায় কলাগাছের শুকনো ডগা দিয়ে পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে গৌরীপুর পুলিশ।