
আঙ্গুর হোসেন ভূঁইয়া
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে, নেত্রকোনার মদনে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে মদন থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, মদন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার (শামীম) মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, মদন প্রেসক্লাব (সভাপতি) আল মাহবোব আলম আল আমিন, সাধারণ সম্পাদক পরিতোষ দাস,বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) আলী আজগর পনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক তানভীর হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে
(১৪ আগস্ট) রোজ সোমবার সকাল ১১ টা থেকে বিনামূল্য রক্তদান গ্রুপ নির্ণয়, দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি নেত্রকোনা জেলা পুলিশ একযুগে এ কার্যক্রম চালিয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং অন্যকে রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেল রবিউল ইসলাম।