
আঙ্গুর হোসেন ভূঁইয়া
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলার কাটাইটাল ইউনিয়নের (২২ আগস্ট) রোজ মঙ্গলবার জাওলা বাজার থেকে বিকাল ৫টার দিকে এক (ইজিবাইক) চোর চক্রের সদস্যকে আটক করে সাধারণ জনতা।
পরবর্তীতে, সংবাদ পেয়ে মদন থানা এসআই আব্দুল হাই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্য আটপাড়া উপজেলাধীন তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের মৃত ছদ্দু মিয়ার ছেলে আরমান ( ৩০)।
জানা যায়, কেন্দুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ওয়াশের পুর গ্রামের (ইজিবাইক) চালক রোকন মিয়া (৩০) বিকাল ৪ টার দিকে কেন্দুয়া পৌরসভা থেকে আরমান ৩২০ টাকায় ভাড়া করে
তেলিগাতী পর্যন্ত নিয়ে আসবে তাকে।
পরে বারড়ী বাজারের কাছে আসার পর ইজিবাইকের ড্রাইভার গাড়ি থেকে নেমে তার পরিচিত একজনের সাথে কথা বলাতে নামে।
এ সুযোগে চোর চক্রের সদস্য আরমান ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যায়, পরে ইজিবাইকের ড্রাইভার দ্রুত একটি মোটরসাইকে নিয়ে তাকে জাওলা বাজারে তাকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, আগামী কাল তাকে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হবে।