
মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া।
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় ২৪ আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুরে নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও এবং আলমশ্রী দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মুখোমুখি পর্যায়ে গেলে, কঠোর অবস্থান নিয়ে নিয়ন্ত্রনে আনেন মদন থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রোজ বুধবার বিকাল পাঁচটার দিকে আলমশ্রী গ্রামের মৃত হাসিম পাঠানের ছেলে অটো রিকশা ড্রাইভার আজিম উদ্দিন (১৮)কে নোয়াগাঁও গ্রামের সামনে কয়েকজন মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে ।
পরে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার জের ধরে দুপুরে নায়েকপুর সিংহের বাজারে আলমশ্রি ও নোয়াগাঁও দুই গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য মুখোমুখি পর্যায়ে গেলে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুঠোর অবস্থান নিয়ে দুই গ্রামবাসীকে নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনা আলমশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মিয়া জানান, আমার মেয়ের দিকের নাতি (এতিম) পিতৃহীন আজিম উদ্দিন কে নোয়াগাঁও গ্রামের সামনে কয়েকটি ছেলে মারধর করে গুরুতর আহত করে, যা আমরা নোয়াগাঁও গ্রামের কাছে বিচার চেয়েও বিচার পাইনি।
এ ব্যাপারে নায়েকপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া তিনি জানান, গত ১৯ আগস্ট তারিখে জনতা বাজারে আলমশ্রী গ্রামের কয়েকজন মিলে নোয়াগাঁও গ্রামের দিগন্ত (১৭)এবং জয় (১৮) নামে দুই স্কুল ছাত্রকে মারধর করে, বিষয়টা মীমাংসার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল আলমশ্রী গ্রামবাসীকে ।
এ নিয়েই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, সংঘর্ষের Stand পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক।