
মদন প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গত(২৬সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার চার গ্রামের মাইকিং করে সংঘর্ষের ঘটনায়, মীমাংসা করার লক্ষ্যে, উপজেলা ওলামা পরিষদের (সভাপতি) উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে , দুপক্ষের সাথে আলোচনায় বসেন।
গত ২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার উপজেলা জামে মসজিদ হইতে ওলামা পরিষদের (সভাপতি) ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ওলামা পরিষদের নেতৃবৃন্দ নায়েকপুর ইউনিয়নে যান।
পরে, উপজেলা সিংহের বাজারে (ইউপি) চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে আলোচনায় বসেন।
পরে ,নোয়াগাঁও গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়াসংঘর্ষ মীমাংসার লক্ষ্যে আলোচনা বসেন।
নোয়াগাঁও গ্রামবাসীর সাথে আলোচনা শেষ করে।
আলমশ্রী কওমি মাদ্রাসায় গিয়ে আলমশ্রী গ্রামবাসীদের কে নিয়ে আলোচনায় বসেন, উপজেলা ওলামা পরিষদ সভাপতি ও নেতৃবৃন্দ। গ্রামবাসীর উপস্থিতিতে এ আলোচনা করেন।
উপজেলা ওলামা পরিষদকে দুপক্ষের ঝগড়া মীমাংসা করার চেষ্টা করায় নোয়াগাঁও গ্রামের তুহুর মাস্টার সহ অনেকেই ধন্যবাদ জানান।
আলমশ্রী গ্রামবাসীর পক্ষে নায়েকপুর ইউনিয়নের (সাবেক) ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান (হীরা) বিল্লাল সহ, উপজেলা উলামা পরিষদের সভাপতি
ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনকে এবং ওলামা পরিষদকে ধন্যবাদ ও সাধুবাদ জানান, দুপক্ষের ঝগড়া মীমাংসা করার সুন্দর একটা মহৎ উদ্যোগটি নেওয়ার জন্য।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ওলামা পরিষদের (সভাপতি) মুফতি আনোয়ার হোসেন বলেন, আমরা উপজেলা উলামা পরিষদ একটি উদ্যোগ নিয়েছি, নায়েকপুর ইউনিয়ন বাসী দু’পক্ষের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ সৃষ্টি হয়েছে, এই সংঘর্ষ থেকে দু’পক্ষকে বুঝিয়ে মীমাংসা করা যায়।
আমরা দু’পক্ষের সঙ্গে আলোচনা করেছি।
আল্লাহতালা এক পক্ষ ,আরেক পক্ষের প্রতি যেন মহব্বত সৃষ্টি করে দেয়। এবং দুপক্ষের সাথে আলোচনা শেষ করে, মীমাংসা করা যায়, এই চেষ্টা আমরা মদন উপজেলা ওলামা পরিষদ চালিয়ে যাচ্ছি।
পরে আলমশ্রী কওমি মাদ্রাসায় গ্রামবাসীকে নিয়ে, আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মোনাজাত করেন। দু’পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য।