
তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ- ৪আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
*
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে রঙ্গারচর ইউনিয়নে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং হারুনুর রশিদ ও মস্তফা বলুবুলের যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক,সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ইকবাল হোসেন,রঙ্গারচর ইউপি বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলুবুল,সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল খৈয়াম,সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল গণি,ফারুক মাষ্ঠার,সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ,সুনামগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন,সহ সভাপতি সুহেল মিয়া,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি আহবায়ক ফারুক আহমদ লিলু,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক মোঃ খয়েছ,সদস্য আব্দুল লতিফ,এনায়ার হোসেন,আব্দুল গণি প্রমূখ।
নেতৃবৃন্দরা বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে সিয়াম,সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই রমজান মাসে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহতালার ইবাদত ও বন্দেগীর জন্য সারাদিন রোজা রেখে নিজেদের গুনা কবুলের জন্য মাফ চান।
এই সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুরের বিশাল জনগোষ্টি স্বাধীনতার ৫৩ বছরে ও সুষমও উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলামকে ধানের শীষের প্রার্থী করতে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দরা বিশ্বাস করেন এড. নুরুলের মতো একজন জনদরদী নেতাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে বিশ্বাস করেন।