
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার, সমকাজে সম মজুরি এবং কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতসহ ঘরেবাইরে নারী নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয়
উক্ত দিবস পালিত হয় ।
এ উপলক্ষে
নারী দিবসের আলোচনায় মহিলা ফোরামের সদস্য মিতু দাস এর সভাপতিত্বে ও সুবর্ণা আক্তারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদা হোসেন। আরও উপস্থিত ছিলেন কালামৃধা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেব কুমার দাস, বাসদ ফরিদপুর জেলা সদস্য সজল বাড়ৈ, ছাত্র ফ্রন্টের জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির দপ্তর সম্পাদক মিফতি ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন জুলাই অভ্যুত্থান ছিলো এদেশের সর্বস্তরের মানুষের বৈষম্য দূর করার আকাঙ্খা।
কিন্তু ভোরের সূর্য ওঠার আগেই যেন কালো মেঘের ছাঁয়া নেমে এসেছে আমাদের জাতীয় জীবনে। সারাদেশে খুন, ধর্ষণ, নির্যাতন,
বাড়ছে। ৮বছরের শিশু থেকে ৭০-৮০ বছরের বৃদ্ধাও রক্ষা পাচ্ছে না ধর্ষণ নির্যাতনের হাত থেকে। এভাবে চলতে দেয়া যায় না ।
নেতৃবৃন্দ বলেন এই সংকট থেকে মুক্তির একটাই পথ। বৈষম্যহীন সমাজ গড়া। তারজন্য লড়তে হবে। সেই লড়াইয়ে সকল নারীসমাজ কে মহিলা ফোরামের পতাকা তলে এসে নারীমুক্তি কথা শোষণ মুক্তির সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।