
নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় কর্মরত বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি মিলনায়তনে রবিবার নারীর সম অধিকার ও নারীদের উপর সহিংসতা প্রতিরোধে বিশাল ক্যাম্পেইন সমাপ্ত হয়েছে।
এতে সংস্থার আওতাধীন শিশু ফোরামের সদষ্য সহ, গ্রাম উন্নয়ন কমিটির সকল সদস্য ও সহায়ক / সহায়িকা গণ অংশ গ্রহন করেন।
এ উপলক্ষে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার মি: পরিতোষ রেমা, প্রোগ্রাম কোর্ডিনেটর টুকি চাম্বুগং,সুরেশ কুমার রায় ও মৌরুস্মী লিমা ঘাগ্রা।