
আটপাড়া নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের আহব্বায়ক হুমায়ুন কবির এঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুবনেতা মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল।
গত২১শে মার্চ শুক্রবার দুপুর ১:১৫ মিনিটে স্হানীয় হাসপাতালে স্টোক জনিত কারনে মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। শুনই গ্রামের মরহুম আব্দুল কাদের মাষ্টারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট সন্তান। মৃত্যুকালে তিনি দুই ভাই, স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে যান। রাত ১০ঘটিকায় উপজেলার খেলার মাঠে জানাযা শেষে গ্রামের বাড়ীতে কবর স্হানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে যুব নেতা মোর্শেদ হাবিব ভূইয়া ছাড়াও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব,উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল ছাড়াও জেলা ও উপজেলা বি এন পি ও সহযোগী সংগঠন, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।