
শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা জানায়, ১০এপ্রিল রাতের ২টারদিকে টেকনাফ মডেল থানার এএসআই (নিঃ) মোঃ আদম আলী এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় হ্নীলা উলুচামরী হতে আসা একটি সিএনজিকে দরগাহ ষ্টেশনের রাস্তার মাথায় তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে সিএনজি থাকা যাত্রীদ্বয়ের আচরণ সন্দেহজনক হওয়ায় নারী কনস্টেবল দ্বারা তল্লাশী করে ১হাজার ৫০পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউপির নয়াপাড়ার ফারুকের বাড়ির সোলতান ইসলাম ওরফে আজগর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) এবং ছেলে ওমর ফারুক (১৯) কে আটক করে। যার বাজার মূল্য ৩লাখ ১৫হাজার।
উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,মামলা নং-৩২, জিআর-২৪৩, তাং-১০/০৪/২০২৫ইং মতে আটককৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করণ প্রক্রিয়াধীন রয়েছে।