ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমুল দল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ‘ঐক্যবদ্ধ বিএনপি গড়তে হবে’—খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতাদের আহ্বান জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি: নাহিদ ইসলাম

গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ: আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ। 

 

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন অপহৃত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৈনিক নেত্র প্রকাশকে জানান, সামিয়া জাহান মিথিলা (১৭) নামের ওই ছাত্রী গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে রওনা দেন মিথিলা। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন যুবক, আশরাফুল (পিতা মজনু মিয়া)-এর নেতৃত্বে চার থেকে পাঁচজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

 

ঘটনার পরই শিক্ষার্থীর মা রোহেনা খাতুন পাগলা থানায় আশরাফুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গত ১২ এপ্রিল রাতে অপহৃত মিথিলাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

 

তবে মেয়েকে ফিরে পেলেও পুরো পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মিথিলার বাবা এনামুল হক। তিনি বলেন, “আমার মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করলেও, অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। উপরন্তু বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত আশরাফুল ও তার ঘনিষ্ঠদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “ঘটনার পর মেয়ের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত! 

গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ: আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট টাইমঃ ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ। 

 

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন অপহৃত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৈনিক নেত্র প্রকাশকে জানান, সামিয়া জাহান মিথিলা (১৭) নামের ওই ছাত্রী গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে রওনা দেন মিথিলা। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন যুবক, আশরাফুল (পিতা মজনু মিয়া)-এর নেতৃত্বে চার থেকে পাঁচজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

 

ঘটনার পরই শিক্ষার্থীর মা রোহেনা খাতুন পাগলা থানায় আশরাফুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গত ১২ এপ্রিল রাতে অপহৃত মিথিলাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

 

তবে মেয়েকে ফিরে পেলেও পুরো পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মিথিলার বাবা এনামুল হক। তিনি বলেন, “আমার মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করলেও, অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। উপরন্তু বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত আশরাফুল ও তার ঘনিষ্ঠদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “ঘটনার পর মেয়ের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন।