ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার সৌদি আরব মন্ত্রিসভা বিদেশীদের জন্য নতুন সম্পত্তির মালিকানা আইন অনুমোদন করেছে। ১৭ জুলাইয়ের সহিংসতার নেপথ্যে কাইয়ুম সরকার,বিদেশে বসেও চালাচ্ছেন অনলাইন রাজনীতি নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি সেনাবাহিনীর অভিযানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে -৫ জন দালাল আটক নাজিরপুরে ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন দিরাই উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ 

পানছড়ি তে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

 

 

১০ মে ২০২৫ শনিবার সকালে সংঘ মিত্র বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পানছড়ি জিড়ো পয়েন্ট হয়ে আবার কলেজ গেইট এলাকায় সংঘ মিত্র বৌদ্ধ বিহারে শেষ হয়। পরে বিহারে বৌদ্ধ ধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবির গন ধর্মীয় বানী প্রচার করেন। এ-সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়ীকাগন বোদ্ধ পুজা করেন।

 

জানা যায়, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্ট পূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।

 

 

এটি পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখী পুর্ণিমা কে বৌদ্ধ পুর্ণিমা নামেও পরিচিত। মঙ্গল শোভা যাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের ঢল নেমেছিল প্রধান সড়ক ও বৌদ্ধ বিহারে। এ উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীন শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমা সহ নানা বয়সি হাজারো নারী পুরুষ অংশ গ্রহন করেন।

 

 

উৎসব উদযাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা জানান, এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব। আগামীকাল ১১ মে ২০২৫ শান্তি পুর অরণ্য কুটির সহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জলন সহ শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ হবে ১২ মে সারাদিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারও অমঙ্গল না হোক।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন

পানছড়ি তে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

আপডেট টাইমঃ ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

 

 

১০ মে ২০২৫ শনিবার সকালে সংঘ মিত্র বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পানছড়ি জিড়ো পয়েন্ট হয়ে আবার কলেজ গেইট এলাকায় সংঘ মিত্র বৌদ্ধ বিহারে শেষ হয়। পরে বিহারে বৌদ্ধ ধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবির গন ধর্মীয় বানী প্রচার করেন। এ-সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়ীকাগন বোদ্ধ পুজা করেন।

 

জানা যায়, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্ট পূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।

 

 

এটি পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখী পুর্ণিমা কে বৌদ্ধ পুর্ণিমা নামেও পরিচিত। মঙ্গল শোভা যাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের ঢল নেমেছিল প্রধান সড়ক ও বৌদ্ধ বিহারে। এ উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীন শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমা সহ নানা বয়সি হাজারো নারী পুরুষ অংশ গ্রহন করেন।

 

 

উৎসব উদযাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা জানান, এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব। আগামীকাল ১১ মে ২০২৫ শান্তি পুর অরণ্য কুটির সহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জলন সহ শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ হবে ১২ মে সারাদিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারও অমঙ্গল না হোক।