
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, মাদক ও অপরাধ দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি বিশেষ দল বিলমারিয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় এলাকার তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রাসেল (পিতা: মৃত মোঃ ইউসুফ), মোঃ আলম (পিতা: মোঃ রেজাউল), এবং মোঃ রুবেল (পিতা: মৃত হারুনুর রশিদ)। এদের প্রত্যেকেই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের নিয়মিত অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে বড় ভূ
মিকা রাখবে।