
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা ( প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ মোড় হতে মুশরীভুজা রাস্তা বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। ভোলাহাট কলেজ মোড় থেকে মুশরীভুজা রাস্তায় বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে সৃষ্ট ভাঙ্গন অত্যন্ত দুঃখজনক। এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতাযাত করছেন। আমরা অবিলম্বে সড়ক ও জনপদ বিভাগ অথবা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দুই ধার সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন যাত্রা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাৎক্ষণিক মেরামত করা না হলে রাস্তা পূর্বের রূপ ধারণ করবে। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।