ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পানছড়ি অরণ্য কুটিরের পরম মৈত্রেয় লাভী শাসন রক্ষিত মহাথের-এর ৬১ তম শুভ জন্মদিন পালিত খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বড়াইগ্রামে দুই মাদ্রাসাছাত্রীকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগঅ ভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ, পরিবার নিরাপত্তাহীনতায়

 

 

 

 নিজস্ব প্রতিবেদক

 

 

নাটোরের বড়াইগ্রামের চামটা সরকারপাড়া গ্রামে দুই মাদ্রাসাছাত্রীকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক প্রতিবেশী পুরুষের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশুর পিতা বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে জানা যায়, গত ১৬ মে বিকেল ৪টার দিকে চামটা সরকারপাড়ার বাসিন্দা মো. আসাদ মোল্লা (৪০) তার প্রতিবেশী শিশু রোকাইয়া খাতুন (৯) ও তার সহপাঠী জান্নাতি খাতুনকে (১০) বেড়ানোর কথা বলে একটি স্থানীয় যানবাহনে করে পাকা রায় মাঠ এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে অভিযুক্ত ব্যক্তি শিশুদের অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি শিশুদের ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন। তবে ভুক্তভোগী রোকাইয়া খাতুন বাড়ি ফিরে দাদীকে বিষয়টি জানায়। পরে তার বাবা এবং জান্নাতির পরিবারের সদস্যরা বিস্তারিত জানেন এবং স্থানীয় দুইজন সাক্ষীসহ থানায় অভিযোগ দায়ের করেন।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত তার গ্রেপ্তার দাবি করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বড়াইগ্রামে দুই মাদ্রাসাছাত্রীকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগঅ ভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ, পরিবার নিরাপত্তাহীনতায়

আপডেট টাইমঃ ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

 

 

 

 নিজস্ব প্রতিবেদক

 

 

নাটোরের বড়াইগ্রামের চামটা সরকারপাড়া গ্রামে দুই মাদ্রাসাছাত্রীকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক প্রতিবেশী পুরুষের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশুর পিতা বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে জানা যায়, গত ১৬ মে বিকেল ৪টার দিকে চামটা সরকারপাড়ার বাসিন্দা মো. আসাদ মোল্লা (৪০) তার প্রতিবেশী শিশু রোকাইয়া খাতুন (৯) ও তার সহপাঠী জান্নাতি খাতুনকে (১০) বেড়ানোর কথা বলে একটি স্থানীয় যানবাহনে করে পাকা রায় মাঠ এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে অভিযুক্ত ব্যক্তি শিশুদের অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি শিশুদের ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন। তবে ভুক্তভোগী রোকাইয়া খাতুন বাড়ি ফিরে দাদীকে বিষয়টি জানায়। পরে তার বাবা এবং জান্নাতির পরিবারের সদস্যরা বিস্তারিত জানেন এবং স্থানীয় দুইজন সাক্ষীসহ থানায় অভিযোগ দায়ের করেন।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত তার গ্রেপ্তার দাবি করেছে।