ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দৈনিক নেত্রপ্রকাশ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় সেনাবাহিনীর মৎস্য সুরক্ষা অভিযান: ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়ার দাপুটে জয়, হারলো ইলেকট্রনিক মিডিয়া

 

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ। প্রতিপক্ষ ইলেকট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে তারা।

 

বুধবার (২৮ মে) বিকেল ৪টায় নওগাঁ স্টেডিয়াম মাঠে এই জমজমাট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

 

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় উপভোগ্য লড়াই, তবে প্রথমার্ধেই একের পর এক আক্রমণে ইলেকট্রনিক মিডিয়ার রক্ষণভাগকে দিশেহারা করে দেয় প্রিন্ট মিডিয়া একাদশ। ফলে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট মিডিয়ার দলটি।

 

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় ইলেকট্রনিক মিডিয়া একাদশ। ম্যাচের শুরুতেই এক গোল করে ব্যবধান কমায় তারা। এরপর খেলা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলের পক্ষ থেকেই। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে উভয় দল আরও একটি করে গোল করে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিন্ট মিডিয়া একাদশ। ৪-২ গোলের ব্যবধানে খেলা শেষ হয়।

 

জেলার চারটি সাংবাদিক সংগঠন—নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল জেলার সাংবাদিক সমাজের জন্য একটি মিলনমেলা, এক আত্মিক বন্ধনের প্রতিচ্ছবি।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহ্বায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, “জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও ঐক্য আরও সুদৃঢ় করতেই এই আয়োজন। এখানে প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ববোধটাই মুখ্য। আমরা চাই, এই আয়োজন নিয়মিত হোক এবং আরও বৃহৎ পরিসরে হোক।”

 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, “এই ম্যাচ শুধুই একটি খেলা নয়, এটি আমাদের জন্য এক উৎসব। কয়েকদিন ধরেই এই খেলাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। আজকের খেলা ছিল আনন্দঘন ও উপভোগ্য।”

 

প্রীতি ম্যাচ শেষে সন্ধ্যায় নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের। এই আয়োজনে জেলার চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে দিনটি স্মরণীয় করে তোলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দৈনিক নেত্রপ্রকাশ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়ার দাপুটে জয়, হারলো ইলেকট্রনিক মিডিয়া

আপডেট টাইমঃ ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ। প্রতিপক্ষ ইলেকট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে তারা।

 

বুধবার (২৮ মে) বিকেল ৪টায় নওগাঁ স্টেডিয়াম মাঠে এই জমজমাট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

 

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় উপভোগ্য লড়াই, তবে প্রথমার্ধেই একের পর এক আক্রমণে ইলেকট্রনিক মিডিয়ার রক্ষণভাগকে দিশেহারা করে দেয় প্রিন্ট মিডিয়া একাদশ। ফলে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট মিডিয়ার দলটি।

 

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় ইলেকট্রনিক মিডিয়া একাদশ। ম্যাচের শুরুতেই এক গোল করে ব্যবধান কমায় তারা। এরপর খেলা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলের পক্ষ থেকেই। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে উভয় দল আরও একটি করে গোল করে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিন্ট মিডিয়া একাদশ। ৪-২ গোলের ব্যবধানে খেলা শেষ হয়।

 

জেলার চারটি সাংবাদিক সংগঠন—নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল জেলার সাংবাদিক সমাজের জন্য একটি মিলনমেলা, এক আত্মিক বন্ধনের প্রতিচ্ছবি।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহ্বায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, “জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও ঐক্য আরও সুদৃঢ় করতেই এই আয়োজন। এখানে প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ববোধটাই মুখ্য। আমরা চাই, এই আয়োজন নিয়মিত হোক এবং আরও বৃহৎ পরিসরে হোক।”

 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, “এই ম্যাচ শুধুই একটি খেলা নয়, এটি আমাদের জন্য এক উৎসব। কয়েকদিন ধরেই এই খেলাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। আজকের খেলা ছিল আনন্দঘন ও উপভোগ্য।”

 

প্রীতি ম্যাচ শেষে সন্ধ্যায় নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের। এই আয়োজনে জেলার চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে দিনটি স্মরণীয় করে তোলেন।