ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল  সৌদি মন্ত্রী বিশ্বব্যাপী সংস্কারের আহ্বান জানিয়েছেন, ভিশন ২০৩০ কে জি-২০ এর দ্রুততম উন্নয়ন চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছেন। নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে নিহতদের স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল  বারহাট্টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারতীয় মদসহ ১জন আটক  তোমার ছেলে পুড়ছে গো মা” শাল্লায় চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২০ জনের বেশি

ঈশ্বরগঞ্জে বাসচাপায় পিতা পুত্র সহ নিহত ৩ জন।

আশরাফুল ইসলাম 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি। 

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় মাহেন্দ্র গাড়ির যাত্রী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

 

আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন ছয়জন।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই

ঈশ্বরগঞ্জে বাসচাপায় পিতা পুত্র সহ নিহত ৩ জন।

আপডেট টাইমঃ ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আশরাফুল ইসলাম 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি। 

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় মাহেন্দ্র গাড়ির যাত্রী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।

 

আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন ছয়জন।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।