
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০মে)ভোলাহাট সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (সাবেক) সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।সভা ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা মোঃ আব্দুস সামাদ। আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি কায়সার আহমেদ , ভোলাহাট উপজেলা বিএনপি সিনিয়র সাবেক সহ সভাপতি জনাব মোঃ মাহতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন ঠিকাদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গসংগঠনের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে মিলে দোয়া করা হয় এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।