
তৌফিকুর রহমান তাহের (সুনামগঞ্জ)জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় বজ্রাপাতে ১নং আটগাঁও ইউপি’র মীর্জাপুর গ্রামের সেলিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার (১জুন)ভোর ৬টায় বাড়ির পাশেবয়ে যাওয়া নদীতে মাছ ধরতে যায়,যাওয়ার সাথেসাথে তীব্র বজ্রপাত আর মূলধারায় বৃষ্টি শুরু হয়। হঠাৎ তীব্র একটি বজ্রপাতে ভস্মীভূতে ঘটনাস্থলেই মারা যায় সেলিম মিয়া।
মীর্জাপুর গ্রামের বাসিন্দা মো.মহসিন মিয়া ও সোনাকানী গ্রামের শাহীন মিয়া জানান, বজ্রাঘাতে সেলিম মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।হাওরে বৈশাখী কাজ শেষকরে চলে বাড়ি বাঁধার কাজ। কৃষকদের মধ্যেও এখন প্রচন্ড ভয়ে কাজ করছে।চরম উদ্বেগের মধ্যে রয়েছে মানুষ।মানুষ আরো সতর্ক হতে হবে,না হলে এমন ঘটনা এড়ানো সম্ভব নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.শফিকুল ইসলাম।