
রাজশাহী বিভাগীয় প্রধান সুমি পারভিন
নাটোরের গুরুদাসপুরে দায়ের করা একটি মামলার তদন্তকে প্রভাবিত করতে আমেরিকা প্রবাসীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করার অভিযোগে থানার এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
জানা গেছে, গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় বাজারে হামলার একটি ঘটনায় দায়ের করা মামলায় একজন আমেরিকা প্রবাসীকে প্রধান আসামি করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা। অভিযোগ উঠেছে, তদন্তের সময় এসআই জাফর ওই প্রবাসীর নাম মামলা থেকে প্রত্যাহারের শর্তে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।
প্রবাসী রাসেল হোসাইন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকা ম্যানেজার গোলাম রাব্বির কাছে সরাসরি ঘুষের প্রস্তাব দেন এসআই। এমনকি ২ জুন ফোনে যোগাযোগ করে ঘুষের অঙ্কও নির্ধারণ করে জানান বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এসআই জাফর মৃধাকে তার পদ থেকে সরিয়ে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার ব্যাপারে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, “পুলিশ সদস্য হিসেবে ঘুষ নেওয়ার মতো গর্হিত কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”