ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত শোক সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ গর্জন: ভরতপুর বিলের নিস্তব্ধতা ভেঙে দেয় গভীর রাতের স্লোগান

 

নিজস্ব প্রতিবেদক 

 

নিশুতি রাত। নিস্তব্ধ ভরতপুর বিল—জোছনায় থমকে থাকা প্রকৃতি। হঠাৎ সেই নীরবতা ভেদ করে গর্জে ওঠে কয়েকটি কণ্ঠ—
“জয় বাংলা! শেখ হাসিনার সৈনিক আমরা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

এ যেন নিষিদ্ধ কোনো সংগঠনের হঠাৎ জেগে ওঠা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১০ থেকে ১৫ জন যুবক—বিভিন্ন গ্রাম থেকে এসে রাত গভীরে অবস্থান নেয় বিলের উঁচু এক জায়গায়। কারও হাতে ব্যানার, পোস্টার বা মাইক ছিল না, ছিল না কোনো নেতৃত্বের স্পষ্ট রূপ। কিন্তু তাদের কণ্ঠে ছিল আগুন, গলায় ছিল পুরনো চেতনার গর্জন।

“শিক্ষা, শান্তি, প্রগতির মূলনীতি”—এই স্লোগানও উঠে আসে তাদের মুখে।
স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি বলেন,
“চোখে আগুন ছিল। ভয় নাই বলছিল বারবার… এ কী তবে নতুন কোনো শুরু?”

এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্যে পুনরাবির্ভাব রাজনৈতিকভাবে নতুন এক বার্তা দিচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলাম সারোয়ার বলেন,
“ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তারা পলাতক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিশেষজ্ঞদের মতে, এই ‘স্লোগান’ শুধু কণ্ঠস্বর নয়, এটি হতে পারে রাজনীতির ঘুমন্ত আগুনের জ্বলে ওঠার ইঙ্গিত।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ গর্জন: ভরতপুর বিলের নিস্তব্ধতা ভেঙে দেয় গভীর রাতের স্লোগান

আপডেট টাইমঃ ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক 

 

নিশুতি রাত। নিস্তব্ধ ভরতপুর বিল—জোছনায় থমকে থাকা প্রকৃতি। হঠাৎ সেই নীরবতা ভেদ করে গর্জে ওঠে কয়েকটি কণ্ঠ—
“জয় বাংলা! শেখ হাসিনার সৈনিক আমরা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই!”

এ যেন নিষিদ্ধ কোনো সংগঠনের হঠাৎ জেগে ওঠা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ১০ থেকে ১৫ জন যুবক—বিভিন্ন গ্রাম থেকে এসে রাত গভীরে অবস্থান নেয় বিলের উঁচু এক জায়গায়। কারও হাতে ব্যানার, পোস্টার বা মাইক ছিল না, ছিল না কোনো নেতৃত্বের স্পষ্ট রূপ। কিন্তু তাদের কণ্ঠে ছিল আগুন, গলায় ছিল পুরনো চেতনার গর্জন।

“শিক্ষা, শান্তি, প্রগতির মূলনীতি”—এই স্লোগানও উঠে আসে তাদের মুখে।
স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি বলেন,
“চোখে আগুন ছিল। ভয় নাই বলছিল বারবার… এ কী তবে নতুন কোনো শুরু?”

এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্যে পুনরাবির্ভাব রাজনৈতিকভাবে নতুন এক বার্তা দিচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলাম সারোয়ার বলেন,
“ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তারা পলাতক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

বিশেষজ্ঞদের মতে, এই ‘স্লোগান’ শুধু কণ্ঠস্বর নয়, এটি হতে পারে রাজনীতির ঘুমন্ত আগুনের জ্বলে ওঠার ইঙ্গিত।