
নিজস্ব প্রতিবেদক
গতকাল ১৩ জুন ছিল পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ পাহাড়ধসে উদ্ধার অভিযান পরিচালনাকালে শহিদ হওয়া পাঁচজন বীর সেনাসদস্যের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে জীবন উৎসর্গ করেন তাঁরা।
টানা বর্ষণে পাহাড় ধসের পর স্থানীয়দের উদ্ধারে নিয়োজিত হয় সেনাবাহিনীর একটি দল। উদ্ধারকাজ চলাকালীন হঠাৎ আরেকটি পাহাড় ধসে পড়ে উদ্ধারকারী দলের ওপর, ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন বীর সেনাসদস্য।
শহিদরা হলেন
ক্যাপ্টেন তানভীর
মেজর মাহফুজ
কর্পোরাল আজিজ
সৈনিক শাহীন
সৈনিক আজিজ
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সারাদেশের ন্যায় নাটোর সেনা ক্যাম্পেও যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এই আত্মোৎসর্গকারী শহিদদের।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর সেনা ক্যাম্পে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নাটোর সেনা ক্যাম্পের এক কর্মকর্তা বলেন,
“এই শহিদরা আমাদের অহংকার। দায়িত্ব পালনের সময় তাঁরা যেভাবে জীবন উৎসর্গ করেছেন, তা সেনাসদস্যদের জন্য চিরকালীন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বাংলাদেশ সেনাবাহিনী মনে করে—শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। জাতির প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের এই মহান আত্মদানের স্মৃতি চিরজাগরুক থাকবে দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে।
আল্লাহ তাআলা তাঁদেরকে শহিদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।