
, গুরুদাসপুর (নাটোর): প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী। ১৫ জুন ভোরে উপজেলার হালসা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোঃ জিন্নাত আলী (৩৮) নামের এই মাদক কারবারিকে আটক করে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে সেনাবাহিনীর টহল দলটি অভিযানে নামে। এ সময় ইয়াবা সেবনের অবস্থায় হাতেনাতে ধরা পড়ে জিন্নাত। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল ও মাদকসেবনের নানা সরঞ্জাম।
সেনাবাহিনী সূত্র জানায়, পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জিন্নাত আলী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, জিন্নাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।