ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পানছড়ি অরণ্য কুটিরের পরম মৈত্রেয় লাভী শাসন রক্ষিত মহাথের-এর ৬১ তম শুভ জন্মদিন পালিত খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

 

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন কৃষ্ণপুর, হেলাচি সংলগ্ন বিলগুলদহার বেলাহ অবস্থা। হাঁটতে পারছেন না স্কুল ছাত্র ছাত্রী, তোলা যাচ্ছে না হাজারো কৃষক এর ফসল। শোনাগেছে মাছ ব্যাবসাই নাদিম বিলে মাছ ছাড়ার কারণে রাস্তাটির বেলাহ অবস্থা বেশি।সরজমিনে দেখা যায় রাস্তাটি এতোই খারাপ হয়ে আছে যে,কোন যান বাহন তো দূর হাঁটাও প্রায় ওসম্ভব হয়ে ওঠেছে, রাস্তাটিতে মাঝখানে প্রায় ২ থেকে ৩ ফুট কাদা মাটি।

 

মোঃ আমিনুল ইসলাম বলেন রাস্তাটির আজ পযন্ত কোন প্রকল্প আশেনি অনেকেই আশ্বাস দিয়েছে কিন্তু কাজ হয়নি। এর আগে আমরা খোভ এ ধান লাগিয়ে ছিলাম রাস্তায় কিন্তু উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি।

 

মোঃ তুহিন ইসলাম বলেন এই রাস্তাটিতে পড়ে গিয়ে আমরা দাদির হাত ভেঙে গিয়েছে।মাছ ব্যাবসাই নাদিম বিলে মাছ ছাড়ার কারণে এই রাস্তার বেহাল অবস্থা বেশি। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনেক ভোগান্তির কারণ হয়ে দ্বারিয়েছে আমাদের এই রাস্তা আমাদের অতি দূর্ত এটার একটা ব্যাবস্তা করে দেন আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি।

 

স্কুল ছাত্রী বৃথী বলেন,আমি স্কুলে যাওয়ার সময় আমার ড্রেস নষ্ট হয়ে যায় এটার দূরত একটা ব্যাবস্তা চায়। মাছ ব্যাবসাই নাদিম এর কারণে এই রাস্তার বেহালদাসা ।

 

মোঃ সুহান বলে আমারা দরিদ্র পরিবারে মানুষ আমার বাবার দই এর ব্যবসা এই রাস্তার কারণে ভ্যান নিয়ে যেতে পারছি না। আমি ইস্কুলে যাওয়ার সময় আমার ড্রেস নষ্ট হয়ে যাই আমার এই সরকারের প্রতি আকুল আবেদন করছি। আমাদের এই রাস্তা অতি দূত চায় আজ এই রাস্তায় প্রায় ৩ ফুট কাদা।

উপজেলা প্রশাসক বলেন মোঃ মনিরুজ্জামান কে ফোন দিলে বলেন ১০ থেকে ১৫ তারিখ এর মধ্যে রাস্তাটি নির্মান কাজ শুরু হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা

আপডেট টাইমঃ ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

 

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন কৃষ্ণপুর, হেলাচি সংলগ্ন বিলগুলদহার বেলাহ অবস্থা। হাঁটতে পারছেন না স্কুল ছাত্র ছাত্রী, তোলা যাচ্ছে না হাজারো কৃষক এর ফসল। শোনাগেছে মাছ ব্যাবসাই নাদিম বিলে মাছ ছাড়ার কারণে রাস্তাটির বেলাহ অবস্থা বেশি।সরজমিনে দেখা যায় রাস্তাটি এতোই খারাপ হয়ে আছে যে,কোন যান বাহন তো দূর হাঁটাও প্রায় ওসম্ভব হয়ে ওঠেছে, রাস্তাটিতে মাঝখানে প্রায় ২ থেকে ৩ ফুট কাদা মাটি।

 

মোঃ আমিনুল ইসলাম বলেন রাস্তাটির আজ পযন্ত কোন প্রকল্প আশেনি অনেকেই আশ্বাস দিয়েছে কিন্তু কাজ হয়নি। এর আগে আমরা খোভ এ ধান লাগিয়ে ছিলাম রাস্তায় কিন্তু উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি।

 

মোঃ তুহিন ইসলাম বলেন এই রাস্তাটিতে পড়ে গিয়ে আমরা দাদির হাত ভেঙে গিয়েছে।মাছ ব্যাবসাই নাদিম বিলে মাছ ছাড়ার কারণে এই রাস্তার বেহাল অবস্থা বেশি। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনেক ভোগান্তির কারণ হয়ে দ্বারিয়েছে আমাদের এই রাস্তা আমাদের অতি দূর্ত এটার একটা ব্যাবস্তা করে দেন আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি।

 

স্কুল ছাত্রী বৃথী বলেন,আমি স্কুলে যাওয়ার সময় আমার ড্রেস নষ্ট হয়ে যায় এটার দূরত একটা ব্যাবস্তা চায়। মাছ ব্যাবসাই নাদিম এর কারণে এই রাস্তার বেহালদাসা ।

 

মোঃ সুহান বলে আমারা দরিদ্র পরিবারে মানুষ আমার বাবার দই এর ব্যবসা এই রাস্তার কারণে ভ্যান নিয়ে যেতে পারছি না। আমি ইস্কুলে যাওয়ার সময় আমার ড্রেস নষ্ট হয়ে যাই আমার এই সরকারের প্রতি আকুল আবেদন করছি। আমাদের এই রাস্তা অতি দূত চায় আজ এই রাস্তায় প্রায় ৩ ফুট কাদা।

উপজেলা প্রশাসক বলেন মোঃ মনিরুজ্জামান কে ফোন দিলে বলেন ১০ থেকে ১৫ তারিখ এর মধ্যে রাস্তাটি নির্মান কাজ শুরু হবে।