ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

দিরাই সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় গ্রেফতার

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ের বহুল আলোচিত পলাতক আ.লীগ নেতা বেশ কয়েকটি হত্যা মামলায় কারাভোগ করা আসামি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।(মঙ্গলবার)৮ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

 

আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেগুপ্তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। তিনি এমপির প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। সবশেষে তিনি দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহালগুলোর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন।

 

জলমহালের দখলকে কেন্দ্র করে ঘোড়ামারা সাতপাকিয়া জারালিয়া, মেঘনা বারোঘর উদীর হাওর দখল নিয়ে চারটি খুনের মামলার অন্যতম আসামি ছিলেন প্রদীপ রায়। এসব মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন তিনি। উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধ কাজে কমিশন এজেন্ট হিসেবে মোটা অঙ্কের টাকা নিতেন এই প্রদীপ রায়। ২০১৭ সালে উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ত্রিপল মার্ডার মামলারও আসামী প্রদীপ রায়। উদীর হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।

 

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার তাদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড

দিরাই সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় গ্রেফতার

আপডেট টাইমঃ ৯ ঘন্টা আগে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ের বহুল আলোচিত পলাতক আ.লীগ নেতা বেশ কয়েকটি হত্যা মামলায় কারাভোগ করা আসামি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।(মঙ্গলবার)৮ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

 

আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেগুপ্তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। তিনি এমপির প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। সবশেষে তিনি দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহালগুলোর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন।

 

জলমহালের দখলকে কেন্দ্র করে ঘোড়ামারা সাতপাকিয়া জারালিয়া, মেঘনা বারোঘর উদীর হাওর দখল নিয়ে চারটি খুনের মামলার অন্যতম আসামি ছিলেন প্রদীপ রায়। এসব মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন তিনি। উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধ কাজে কমিশন এজেন্ট হিসেবে মোটা অঙ্কের টাকা নিতেন এই প্রদীপ রায়। ২০১৭ সালে উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ত্রিপল মার্ডার মামলারও আসামী প্রদীপ রায়। উদীর হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।

 

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার তাদের কাছে হস্তান্তর করা হবে।