
আঙ্গুর হোসেন ভূঁইয়া।
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে গলায় ফাঁস দিয়ে জল্পনা আক্তার ২২ নামের এক গৃহবধূর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে।
৪ আগস্ট রোজ শুক্রবার মদন ইউনিয়নের কাবাশাটিয়া গ্রাম এ ঘটনা ঘটেছে।
আজ ঘটনাস্থল থেকে মদন থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
আগামীকাল ৫ আগস্ট রোজ শনিবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
নিহত জল্পনা আক্তার কাপাশাটিয়া গ্রামের কৃষক রাসেল (২৫) মিয়ার( স্ত্রী)।
বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান
তিনি এ প্রতিনিধিকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জল্পনা আক্তারকে দুপুর বেলা বাড়িতে রেখে
স্বামী রাসেল মিয়াও তার মা দুপুর ২টার দিকে মদন বাজারে আসেন,
বাজার সদাই করার জন্য। স্বামী রাসেল মিয়া বাজার থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা লাগানো, পরবর্তীতে দরজা খুলে একতলা বাড়ির ছাদের উপরে দরজা বন্ধ দেখে, প্রতিবেশীদেরকে নিয়ে দরজা ভেঙ্গে একতলা ভবনের ছাদের উপরে গিয়ে দেখেন
ছোট্ট একটি গৃহের ভিতরে লোহার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী জল্পনা আক্তার।