
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিশ(২০) পিস ইয়াবাসহ দুই (২) ইয়াবা ব্যবসায়ীকে আটক ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০৯জুলাই) ডিবি পুলিশ এসআই মো. ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন, মামলা নং ১১।
জানা যায়, বিশ (২০) পিস ইয়াবাসহ দলপা ইউনিয়নের বেখৈরহাটির এনকে উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কের উপর থেকে রিয়াদ জামান (২৫) ও জাহাঙ্গীর আলম (২৫) নামে দুইজনকে গ্রেফতার করে। ডিবি পুলিশ রিয়াদ জামান ভাদেরা গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম হলেন বেখৈরহাটির ভূঞা পাড়া গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে।
এ বিষয়ে মামলার তদন্ত অফিসার ডিবির এসআই তোফায়েল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা,
০৯ জুলাই ২০২৫
ফো সহন, ০১৭১১০০১৭১৯