
ব্যুরো প্রধান রাজশাহীঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল জামনগর ইউনিয়নের একটি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মৃত কমল উদ্দিন শাহ’র ছেলে মো. আনোয়ার হোসেন (৫২) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।