
মানিক দাস
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালমার সভাপতিত্বে আজ শনিবার বিকেলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, ফরিদপুরের জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাধা রানী ভৌমিক,মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির শেখ,বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খান,ডুমাইন ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইলিয়াস হোসাইন,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য জেসমিন নাহার আলপনা , ফরিদপুর জেলা শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা মাজারুল ইসলাম মিলন সহ মধুখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মহিলা কাউন্সিলর, মেম্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে পুনরায় নির্বাচিত করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং মাহমুদা বেগম কৃক কে ফরিদপুর- ১আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।