
মোঃ দুলাল মিয়া
কেন্দুয়া (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৩/২০২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উম্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৮১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৯আগস্ট) উপজেলা পরিষদের ৪ টি পুকুর, ভূমি অফিস পুকুর,মাসকা ইউনিয়ন পরিষদ পুকুর,মোজাফরপুর আশ্রয়ন প্রকল্পের পুকুর, বর্ণি নদীতে এ পোনামাছ অবমুক্ত করেন নেত্রকোনা ৩ কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙালী, মোজাফফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।