
সাইফুল আলম দুলাল
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অবতার শ্রীকৃষ্ণের শুভজন্ম তিথি উপলক্ষ্যে কেন্দুয়া সদরে হরিসভা দূর্গা মন্দিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা,মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা।
এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নেতৃত্বে পৌর সদরের প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা করা হয়।
এর আগে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাবাইকে নিয়ে আমরা শুভ জন্ম অষ্টমি পালন করবো। কেননা মানুষের প্রতি ভালবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে একটি দেশ, একটি জাতি কখনোই বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
তারিখ-০৬/০৯/২০২৩ ইং
(বিজ্ঞাপন)